Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনশন স্কিম চালু করল ‘কেএসআরএম’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৭:৫০

চট্টগ্রাম ব্যুরো: সব কর্মকর্তা কর্মচারীকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে দেশের অন্যতম ইস্পাত প্রস্ততকারী শিল্পগ্রুপ কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম)। প্রথম দফায় কেএসআরএম’র স্টিল প্ল্যান্টের এক হাজার কর্মকর্তা কর্মচারিকে এ স্কিমের আওতায় আনা হয়েছে।

শনিবার (২৫ মে) সীতাকুণ্ড উপজেলায় কেএসআরএম স্টিল প্ল্যান্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জানানো হয়েছে, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন। প্রথম দফায় এক হাজার কর্মকর্তা কর্মচারিকে আনা হলেও পর্যায়ক্রমে সবাই এর অন্তর্ভুক্ত হবেন। কোম্পানির করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তপক্ষ।

কেএসআরএম স্টিল প্ল্যান্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের ইউএনও কেএম রফিকুল ইসলাম, কেএসআরএমের পরিচালক (প্ল্যান্ট) কমডোর এমএস করিব, উপ মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান এবং মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

জাতীয় পেনশন স্কিম চালু উপলক্ষে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের একটি লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এতে তিনি বলেন, ‘আমরা সরকারের যে কোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে। আগামীতেও এমন সব কাজের অংশীদার হবে কেএসআরএম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

কেএসআরএম পেনশন স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর