Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৭:২৮ | আপডেট: ২৫ মে ২০২৪ ১৭:৩০

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে পটুয়াখালীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। কখনও রোদ আবার কখনও আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং থেমে থেমে দমকা বাতাস বইছে।

শনিবার (২৫ মে) আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত পারে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পটুয়াখালীর ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা। এছাড়াও প্রস্তুত রয়েছে ৭৩০ মেট্রিক টন চালসহ প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম, পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার এবং নগদ অর্থ।

ঘূর্ণিঝড় আঘাত হানার আশংকায় উপকূলীয় এলাকার জনসাধারণের জানমাল রক্ষাসহ পরবর্তীতে সব ধরণের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আজ শনিবার (২৫ মে) বেলা ১১টায় দরবার হলে অনুষ্ঠেয় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা হয়। সভায় সব স্কুল-কলেজ-মাদরাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ পটুয়াখালী মুজিব কিল্লা সাইক্লোন শেল্টার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর