Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহজুড়ে বড় দরপতনে ডিএসই, মূলধন হারিয়েছে ৪৯ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৫:২৯ | আপডেট: ২৫ মে ২০২৪ ১৭:৩০

ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতনে প্রতিদিন নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারী। অব্যাহত দরপতনে গত সপ্তাহে (১৯ থেকে ২৩ মে) পুঁজিবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের প্রতিদিনই বড় দরপতন হয়েছে। ফলে গত সপ্তাহ ডিএসইর বাজার মূলধন হারিয়েছে ৪৯ হাজার কোটি টাকা। শনিবার (২৫ মে) ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, গত সপ্তাহজুড়ে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্য সূচকও। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৩৩৮টির। আর ২০টির দাম ছিল অপরিবর্তিত।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসে (২৩ মে) ডিএসইর বাজার মূলধন নেমে আসে ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকায়। অথচ গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে (১৬ মে) ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ এক হাজার ৮২৪ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৮ হাজার ৭৫৮ কোটি টাকা। এ সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০৫ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪৩ পয়েন্ট। প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি কমেছে ৬৬ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমে ৪১ পয়েন্ট। আর ইসলামী শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকেরও গত সপ্তাহে কমেছে পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমে ৩০ পয়েন্ট।

অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইতে সবকটি মূল্য সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। তার আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৪৬ কোটি ৭৮ লাখ টাকা ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আইই

টপ নিউজ ঢাকা স্টক একচেঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর