বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
২৫ মে ২০২৪ ১৫:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাট বটতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। এদের মধ্যে মোতালেবের বাড়ি হাটহাজারীর ধলই ইউনিয়নে এবং আবছারের বাড়ি ফরহাদাবাদ ইউনিয়নে।
হাইওয়ে পুলিশের নাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া সারাবাংলাকে জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাসের সঙ্গে হাটহাজারী থেকে নাজিরহাট অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর বাস পেলে চালক পালিয়ে গেছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/ইআ