টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১১:০৬ | আপডেট: ২৫ মে ২০২৪ ১৩:৪২
২৫ মে ২০২৪ ১১:০৬ | আপডেট: ২৫ মে ২০২৪ ১৩:৪২
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পাইলিংয়ের সরঞ্জামবাহী একটি লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) সকাল ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজনই কাভার্ডভ্যানের চালক ও হেলপার।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিংবাহী একটি লরি মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/ইআ