লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
২৫ মে ২০২৪ ১১:০১ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৭
বিশ্বকাপ শুরুর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে, এমনটা হয়তো কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে অবিশ্বাস্যভাবে সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টেক্সাসের হিউসটনে সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। সিরিজ তো হাতছাড়া হয়েছেই, বাংলাদেশের সামনে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কি সেই লজ্জা থেকে বাঁচতে পারবে বাংলাদেশ?
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে গত সপ্তাহে হিউসটনে পা রেখেছিল বাংলাদেশ। বাজে আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা বিপাকে পড়লেও পরে অনুশীলনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি শান্তর দল। প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও জয় পেতে পারত বাংলাদেশ। তবে হারমিত-অ্যান্ডারসনের দুর্দান্ত এক জুটির কাছে হার মানতে হয়েছে বাংলাদেশকে। নিজেদের ইতিহাসের প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিতে ইতিহাস গড়েছিল যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমে যুক্তরাষ্ট্রকে খুব একটা বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ব্যাটিংয়ে নেমেও জয়ের দিকে ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। তবে শেষভাগে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে এই ম্যাচও হেরে বসেন সাকিবরা। আর দুই ম্যাচ হেরে সিরিজও হারতে হয়েছে বাংলাদেশকে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচ হেরে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে ১০০তম ম্যাচ হারের লজ্জার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাবে যুক্তরাষ্ট্র।
দুই ম্যাচেই ব্যাটারদের ফর্মহীনতা ও ধীরগতির ব্যাটিং বিপাকে ফেলেছে দলকে। তৃতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ একাদশে আবারও আসতে পারে পরিবর্তন। ওপেনিং জুটি নিয়ে মাথাব্যথার শেষ নেই বাংলাদেশের। সৌম্য-তামিম জুটি শেষ পর্যন্ত আজও মাঠে নামবে কিনা, সেটা নিয়েও আছে বড় প্রশ্ন। সেখানে অবশ্য রানখরায় থাকা লিটন ছাড়া আর তৃতীয় অপশন নেই বাংলাদেশের সামনে। এছাড়া বোলিং ইউনিটেও আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপের আগে বাংলাদেশ নিজেদের স্কোয়াডের সবাইকেই ঝালিয়ে নিতে চাইবে।
অন্যদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা যুক্তরাষ্ট্র একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রথম দুই ম্যাচের মতো আজও বাংলাদেশকে চেপে ধরে অবিশ্বাস্য এক ফলাফল আনার ব্যাপারে প্রত্যয়ী থাকবে মোনাক প্যাটেলের দল।
বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে জয় দিয়ে সিরিজ শেষ করতে?
সারাবাংলা/এফএম