Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় মম মোস্তফার ‘মেলোডিস অব মম’ প্রদর্শনী

সারাবাংলা ডেস্ক
২৪ মে ২০২৪ ২২:৪৯ | আপডেট: ২৪ মে ২০২৪ ২২:৫৩

ঢাকা: দেশের অন্যতম নারী আলোকচিত্রী মম মোস্তফার ‘মেলোডিস অব মম’ শিরোনামে ৩দিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার (২৪ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি-২ এ শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে রোববার (২৬ মে) পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এমপি প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

‘মেলোডিস অব মম’ প্রদশর্নী সম্পর্কে সানজিদা খানম বলেন, ‘মম মোস্তফার প্রত্যেকটি ছবির পেছনেই একটা কল্পনাশক্তি আছে। ছবিগুলো দেখে আমার মনে হয়েছে এটিও একটা হিস্ট্রি হতে পারে, হতে পারে গল্প। আজকের অনুষ্ঠানে না এলে জানাই হতো না, মম এত দারুণ ছবি তোলে। অজপাড়াগাঁয়ের শাপলা তোলা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব ছবি মম মোস্তফা তুলে এনেছে। সে পাঁচটি বছর সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছে, ছবি তুলেছে। খুব অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। তার জন্য শুভকামনা রইল।’

বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, বিপিএম (বার) সহ প্রমুখ।

উল্লেখ্য, মম মোস্তফা দেশের একজন পেশাদার তরুণ আলোকচিত্র শিল্পী। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বহু আলোকচিত্র। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। এবার তার আলোচিত ও বাছাইকৃত ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী।

বিজ্ঞাপন

মম মোস্তফা প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘একজন আলোকচিত্রীর জীবনের বড় একটি প্রেজেন্টেশন হতে পারে তার একক আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে প্রায় ১৫ বছর ধরে দেশে ও দেশের বাইরে প্রচুর ছবি তুলেছি। বিভিন্ন প্রদর্শনীতে অনেক ছবি প্রদর্শিত হয়েছে। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে নানা অনুভূতি, নানা গল্প। এদেশে নিজেকে একজন পেশাদার নারী আলোকচিত্রী হিসেবে প্রতিষ্ঠা করা এমনিতেই অনেক চ্যালেঞ্জিং, তার চেয়ে বড় চ্যালেঞ্জ সলো অ্যাকজিবিশন। সম্ভবত, এটাই এ দেশে কোনো পেশাদার নারী আলোকচিত্রীর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। আমি আমার দায়বদ্ধতা থেকেই শিল্প অনুরাগী, ফটোগ্রাফির শিক্ষার্থী এবং এ পেশায় আসা নবীনদের সঙ্গে আমার ফটোগ্রাফি, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা শেয়ার করে নিতে চাই এভাবেই, বিশেষ করে সেইসব নারীদের জন্য- যারা আলোকচিত্রী হতে চায়।’

এই প্রদর্শনী হতে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ‘শিশুদের জন্য আমরা’ নামে একটি অন্ধকারপল্লিতে জন্ম নেওয়া শিশুদের উন্নয়নে কাজ করছে, এমন একটি সংস্থায় সহযোগিতা হিসেবে প্রদান করা হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী নিজেই।

প্রদর্শনীর আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সারাবাংলা/একে

মম মোস্তফা মেলোডিস অব মম শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর