Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ২১:৪৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. নওশাদ (১১) ও তাজবীদ (২)।

এদের মধ্যে নওশাদ ছিপাতলী ইউনিয়ন পরিষদের আলমের কুম এলাকার আব্দুল হামিদ সওদাগরের বাড়ির মো. আইয়ুবের ছেলে ও তাজবীদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো. সুমনের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘নওশাদ জুম্মার নামাজের আগে দুপুরে পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ ধরে সে পুকুর থেকে না উঠলে পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। তার পরিবার দাবি করছে সে সাঁতার জানত। আর তাজবীদের ঘরের পাশেই পুকুর। খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে সে ডুবে মারা গেছে। দুইজনেরই লাশ দাফন করা হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর