আমিরকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান
২৪ মে ২০২৪ ২১:৩৯ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৭
বিশ্বকাপের বাকি আর এক সপ্তাহ। সব দল নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও অপেক্ষায় রেখেছিল পাকিস্তান। অবশেষে তারাও ঘোষণা করল নিজেদের স্কোয়াড। অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমিরকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। দলের নেতৃত্ব দেবেন বাবর আজম।
বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন আমির। তার ডাকে সাড়া দিয়ে তাকে দলেও ফিরিয়েছে পাকিস্তান। আমির ফিরলেও দলে জায়গা হয়নি পেসার হাসান আলির। আমিরের সাথে পেস আক্রমণে থাকছেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন শাদাব খান।
পাকিস্তান দলে রয়েছে একঝাক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খান।
পিসিবি জানিয়েছে, শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাবে পাকিস্তান, ‘এই স্কোয়াডে অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মিশ্রণ রয়েছে। দলের সবাই বেশ কিছু সময় ধরে একসাথে খেলছে। সবাই বিশ্বকাপে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।’
পাকিস্তান স্কোয়াড– বাবর আজম (অধিনায়ক), আজম খান, ফাখার জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসমান খান।
সারাবাংলা/এফএম