Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি, কমেনি ডিমের দাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ২০:৫৫

ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা। গত সপ্তাহে কাঁচা মরিচ কেজিপ্রতি ১৪০-১৫০ করে করে বিক্রি হলেও আজ তা ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গত দুই সপ্তাহ ধরে ডিমের বাজার অস্বাভাবিক অবস্থায় আছে। এ ছাড়া অন্যান্য সবজির দাম কিছুটা কমতির দিকে।

শুক্রবার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, শ্যামলী ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন শ্যামলী কাঁচা বাজারের সবজি বিক্রেতা মো. ফারুক হোসেন সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহেও কাঁচা মরিচ ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।গত দুই-তিন ধরে ২০০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বাড়ার কারণে কাঁচা মরিচের বিক্রি কম হচ্ছে।’

একই বাজারে সবজি কিনতে আসা শায়লা আক্তার নামে এক গৃহিণীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহে কাঁচামরিচ কিনেছি ১৫০ টাকা কেজি দরে। আজ এসে দেখি ২০০ টাকা কেজি। এখন এক পোয়া কেনার পরিবর্তে আধা পোয়া কিনছি।’

শ্যামলীর আরেক সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কেজিপ্রতি ৫০-৬০ টাকা বেড়েছে। বছরের এই সময়ে কাঁচা মরিচের দাম এমনিতেই কিছুটা বেশি থাকে। তবে এবার তাপপ্রবাহের পর মাঝখানে হঠাৎ বৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে গেছে। এ জন্য বাজারেও এর প্রভাব পড়ছে।’

এদিন মোহাম্মদপুর কৃষি বাজারের বাজার করতে আসা লুৎফর রহমানের নামে বেসরকারি এক চাকরিজীবীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা কাঁচা বাজারে এসে প্রতিনিয়ত অবাক হই। প্রতি সপ্তাহেই কোন না কোন সবজির দাম বাড়তেই থাকে। দুই-তিন সপ্তাহে ধরে ডিমের দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে। আর এ সপ্তাহে এসে দেখি কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছে।’

বিজ্ঞাপন

ওই ক্রেতা বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে আমাদের ইনকাম তো সেভাবে বাড়ে না। এতে শুধু আমাদের ভোগান্তি আর কষ্টটাই বাড়ে।’

এদিন বাজারে দাম বেড়ে কাঁচা মরিচ কেজিপ্রতি ২০০-২২০ টাকা এবং টমেটোর দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৮০-৯০ টাকা হয়েছে। এ ছাড়া অন্যান্য শাক-সবজির দাম গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

শুক্রবার বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। এদিন বাজারে পেঁয়াজ কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়ে ৮০-৯০ টাকা হয়েছে। আর রসুন ২৪০-২৫০ টাকা, আদা ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

উচ্চ মূল্যে স্থিতিশীল ডিমের বাজার

বাজারে ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা আর ফার্মের সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা। হাঁসের ডিম হালি ৬০-৭০ টাকা। আর কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

এদিন আগারগাঁওয়ের বিএনপি বাজারের পোল্ট্রি মুরগির বিক্রেতা মোহাম্মদ তৌফিক সারাবাংলাকে বলেন, ‘এ সপ্তাহে সোনালিকা মুরগি গত সপ্তাহের মতোই কেজিপ্রতি ৩৭০ টাকা দরে বিক্রি করছি। এ ছাড়া পোল্ট্রি ২১৫-২২০ টাকা, লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

মাছ মাংসের দাম‌‌‌ গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল

এদিন এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৬০-৩৮০ টাকা কেজি, পাঙাস ২১০-২২০ টাকা কেজি, কৈ ২৫০-২৬০ পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা কেজি, সিলভার কার্প ২০০-২২০ টাকা, সিং ৬৫০ টাকা, গুলশা ৭০০ টাকা, চিংড়ি মাঝারি ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

শুক্রবার গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা এবং খাসি ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

তবে সব ধরনের শাক-সবজি ও মাছ-মাংসের দাম বাজারভেদে কিছুটা কমবেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/একে

কাঁচা মরিচ কারওয়ানবাজার দ্রব্যমূল্য বাজারদর মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর