Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাখাইন থেকে পালিয়েছেন ৪৫ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

সারাবাংলা ডেস্ক
২৪ মে ২০২৪ ১৯:০৪ | আপডেট: ২৫ মে ২০২৪ ০২:০৭

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৪ মে) জাতিসংঘ এ তথ্য জানায়। খবর: ডয়েচে ভেলে।

‘বুথিদং ও মংদু শহরে সংঘাতের কারণে গত কয়েকদিনে হাজার হাজার সাধারণ নাগরিক ঘরছাড়া হয়েছেন,’ বলে জেনেভায় সাংবাদিকদের জানান জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল।

তিনি বলেন, ‘নিরাপত্তার খোঁজে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে নাফ নদী এলাকায় পালিয়ে গেছে৷’

নভেম্বরে জান্তা সরকারের বাহিনীর ওপর আরাকান আর্মি বা এএ হামলা করলে রাখাইনে সংঘাত শুরু হয়।

এএ বলছে, তারা রাখাইনে রোহিঙ্গাদের জন্য আরও স্বায়ত্তশাসনের জন্য লড়ছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনী অভিযান শুরু করলে অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে যান৷ ‘‘ইতিমধ্যে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছেন’ বলে জানান থ্রসেল।

রাখাইনে সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।

সারাবাংলা/একে

টপ নিউজ মিয়ানমার রাখাইন সংঘাত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর