Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে সালফিউরিক এসিড বিক্রি ও মজুতের সময় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ২০:০১

মুন্সিগঞ্জ: টঙ্গীবাড়িতে অবৈধভাবে সালফিউরিক এসিড বিক্রি ও মজুত করার সময় ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাকে ১০ হাজার লিটার সালফিউরিক এসিড জব্দ করা হয়।

শুক্রবার (২৪ মে) উপজেলার বেতকা চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, শ্রীনগর উপজেলার শিমুলপাড়া গ্রামের সাহিদ শেখ (২৪), টংগীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের সাগর শেখ (২৬), ভোলা জেলার তজুমুদ্দিনের মো. মিঠু (৩০)।

বিজ্ঞাপন

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বেতকা চৌরাস্তা মোড়ের আমান শেখের (৫০) নিবিড় ট্রেডার্সের সামনে থেকে অবৈধভাবে সালফিউরিক এসিড বিক্রি এবং মজুত করার সময় ৩ জনকে আটক করে। এসময় ২০০টি নীল ড্রামে ভর্তি সালফিউরিক এসিডসহ একটি ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ‘১০ হাজার লিটার সালফিউরিক এসিডসহ একটি ট্রাক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এমও

মুন্সিগঞ্জ সালফিউরিক এসিড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর