Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে অর্ধশত স্থাপনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৪:২০ | আপডেট: ২৪ মে ২০২৪ ১৭:৫৬

শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলে অর্ধশত বসতঘর ও দোকানপাট পুড়ে গেছে। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অর্ধশত বসতঘর ও দোকানপাট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে হতাহতেরও কোনো তথ্য নেই।

সারাবাংলা/টিআর

আগুন কক্সবাজার টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর