মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
২৩ মে ২০২৪ ১৮:২২ | আপডেট: ২৪ মে ২০২৪ ১২:২৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি পাখি ভ্যানে ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন। মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে জাফরপুর মাদরাসাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে শান্ত আলী (২৫)। আহত হয়েছেন একই গ্রামের বাবুলের ছেলে রায়হান আলী (১৯)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখি ভ্যানকে ধাক্কা দিলে তারা দুজনেই ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করেন। রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহত শান্ত আলীর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/টিআর