Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধা নিয়ে ‘বিরক্ত’ সাকিব

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪ ১০:৩৮ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৮

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এক সপ্তাহ আগেই হিউসটনে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। হিউসটনে দ্বিতীয় ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। ম্যাচ হারের অজুহাত না দিলেও সাকিব হিউসটনের সুযোগ সুবিধা নিয়ে বেশ বিরক্তিই প্রকাশ করলেন। সাকিব বলছেন, বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ হওয়ায় এখানে অনুশীলনের সুযোগ সুবিধা আরও বেশি হওয়া উচিত ছিল।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ হারের হার। টানা দুই হারে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে দেশের বাজে পিচকে দোষ দিয়েছিলেন শান্ত। দ্বিতীয় ম্যাচে হারের পর সাকিব খানিকটা দুষলেন হিউসটনের ভেন্যুর সুযোগ সুবিধাকে।

সাকিব বলেছেন, ব্যাটাররা ঠিকঠাক অনুশীলনের সুযোগ পাননি, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ সুবিধাও আরও বেশি থাকা উচিত ছিল। এগুলোর কিছুই আমরা পাইনি। একদিন মাত্র প্রোপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকের ব্যর্থতাই আছে।’

ভেন্যুর সবগুলো পিচে অনুশীলন করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত বলেই ধারণা সাকিবের, ‘একদিন বৃষ্টির জন্য কিছু করতে পারিনি। এখানে চারটা মাঠ আছে। আমরা তিনটা পিচে অনুশীলন করতে পেরেছি। এই ব্যাপারগুলো আরও ভালো হতে পারত।’

সিরিজ হারে যারপরনাই হতাশ সাকিব, ‘অবশ্যই এটা হতাশার। এরকম কিছু আশা করিনি। যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। টি-২০তে ছোট বড় দল বলে কিছু নেই। এটা এই সিরিজেই প্রমাণ হয়ে গেল। ক্রিকেট দলগত খেলা। এখানে সবাইকে ভালো খেলতে হবে। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর