১০০তম টি-২০ হেরে বাংলাদেশের লজ্জার রেকর্ড
২৪ মে ২০২৪ ১০:১৫ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৮
যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবিশ্বাস্যভাবে প্রথম ম্যাচ হারার পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তো পারেইনি বাংলাদেশ, উল্টো অকল্পনীয় ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হার নিশ্চিত করেছে শান্তর দল। হিউসটনে দ্বিতীয় ম্যাচে হারের পর সিরিজ হারের সাথে আরেকটি লজ্জার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ১০০তম টি-২০ ম্যাচ হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন- অবিশ্বাস্যভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ
টি-২০ ফরম্যাটে কখনোই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। এই ফরম্যাটে তাদের রেকর্ডটাও তাই উজ্জ্বল নয়। পরাজয়ের দিক দিয়ে তাই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের সাথে প্রায় সমানে সমান ছিল বাংলাদেশ। ৯৮ ম্যাচে হার নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছিল তারা। বিশ্বকাপের মাঝে ১০০তম হারের স্বাদ পেতে পারে বাংলাদেশ, অনেকেই ধারণা করছিলেন এমনটা। তবে সেই রেকর্ড যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেই হয়ে যাবে, সেটা হয়তো কল্পনাতেও ভাবেননি কেউ!
আরও পড়ুন- সিরিজ হারে ক্রিকেটারদের মানসিকতাকে দুষলেন শান্ত
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচ হারায় ১০০তম টি-২০ ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে এই লজ্জার রেকর্ড গড়ল শান্ত-সাকিবের দল। ১৬৮ ম্যাচে বাংলাদেশের জয় ৬৪ ম্যাচে, পরাজয় ১০০ ম্যাচে। ৯৯ পরাজয় নিয়ে বাংলাদেশের পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯২ ম্যাচে তাদের পরাজয় ৮০ ম্যাচ, হার ৯৯ ম্যাচে। ১৮৯ ম্যাচে ৯৮ পরাজয় নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলংকা, তাদের জয় ৮৫ ম্যাচে।
১৪৫ ম্যাচে ৯৫ পরাজয় নিয়ে শ্রীলংকার পরেই আছে জিম্বাবুয়ে। তাদের জয় ৪৭ ম্যাচে। ২১৬ ম্যাচে ৯০ পরাজয় নিয়ে পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড, তাদের জয় ১০৯ ম্যাচে।
সারাবাংলা/এফএম
১০০তম হার টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ