Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারে ক্রিকেটারদের মানসিকতাকে দুষলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪ ০৯:৪৭ | আপডেট: ২৪ মে ২০২৪ ১৫:১৩

সিরিজ হারের কারণ ব্যাখ্যা করলেন শান্ত

অবিশ্বাস্য, অকল্পনীয়, অতি নাটকীয়; বাংলাদেশের ম্যাচের ফলাফলকে যে বিশেষণেই বিশেষায়িত করেন না কেন, সেটিই কম পড়বে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউসটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে রেখে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে শান্তর দল। হতাশাজনক এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, দলের স্কিলে কোন ঘাটতি নেই। তবে সব মিলিয়ে ভালো ক্রিকেট না খেলার কারণেই সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে খুব বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যটাই পাহাড়সম হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সামনে। শেষভাগে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে এই লক্ষ্যে আর পৌঁছাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই অলআউট হয়ে ৬ রানে ম্যাচ হেরে বসে তারা। একই সাথে সিরিজও হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, বাজে ক্রিকেট খেলার কারণেই সিরিজ হেরেছে বাংলাদেশ, ‘আমার মনে হয় এমন হার আমাদের জন্য অনেক হতাশাজনক। মাঝের ওভারে সম্ভবত আমরা প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। আসলে মূল কথা হচ্ছে আমরা ম্যাচ হেরেছি। আমরা একদমই ভালো ক্রিকেট খেলিনি। আমাদের স্কিলে কোন সমস্যা নেই। আমাদের নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।’

সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শান্তর কণ্ঠে, ‘পরের ম্যাচে আমাদের পরিকল্পনা কাজে লাগানোর সুযোগ আছে। আশা করছি পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারব। শেষ দুই ম্যাচে আমরা একদম ভালো খেলিনি। এখান থেকে বেরিয়ে আসতে হবে।’

আগামী ২৫ মে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর