টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মাহেদি
২৩ মে ২০২৪ ২০:৩৬ | আপডেট: ২৩ মে ২০২৪ ২০:৪৩
সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। টেক্সাসে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতেছেন শান্ত। টসে জিতে বোলিং করবে বাংলাদেশ।
প্রথম ম্যাচের অপ্রত্যাশিত হারের পর হিউসটনে সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন বাজে ফর্মে থাকা ওপেনার লিটন দাস ও স্পিনার শেখ মাহেদি হাসান। একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে একটি পরিবর্তন। নসতুস কেনজির পরিবর্তে একাদশে ফিরেছেন ভ্যান শাকওয়েক।
বাংলাদেশ একাদশ– তানজিদ তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানজিম সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ– মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, অ্যান্দ্রিস গউস, আলি খান, কোরি অ্যান্ডারসন, স্টিভেন টেলর, হারমিত সিং, জাসদিপ সিং, নিতিশ কুমার, নসতুস কেনজি, সৌরভ নেত্রভালকার।
সারাবাংলা/এফএম