Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১৬:২৪

নরসিংদী: নরসিংদীতে এক পাওয়ারলুম মালিককে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে তিন বছর কারাদণ্ড, তিনহাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সদর উপজেলার নজরপুরের ছগরিয়াপাড়ার পাওয়ারল্যুম মালিক মনসুর আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় একই এলাকার আলামিনের সঙ্গে। এরপর থেকেই মনসুর আলীকে হত্যা চেষ্টা করে আলামিনসহ একটি চক্র।

এরই পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৭ এপ্রিল নরসিংদী পৌরসভার সামনে থেকে অপহরণ করা হয় মনসুর আলীকে। পরে তাকে উদিংদিয়া এলাকায় নদীর পাশে হত্যা করে ফেলে যায় অভিযুক্তরা।

বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান জানান, নিহতের স্ত্রী জাহানারা বেগমের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। তা ছাড়া ১ জনকে তিন বছর কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি দুইজনকে খালাস দেওয়া হয়।

এজাহারভুক্তদের মধ্যে চারজনের উপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়।

তারা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ার বাসিন্দা।

সারাবাংলা/একে

টপ নিউজ নরসিংদী যাবজ্জীবন কারাদণ্ড হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর