চিপ শিল্পে ১৯ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করল দ. কোরিয়া
২৩ মে ২০২৪ ১৬:২৭
গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ২৬ ট্রিলিয়ন কোরিয়ান ওয়ানের (১৯ বিলিয়ন মার্কিন ডলার) একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ ঘোষণা দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, সহায়তা প্যাকেজের আওতায় সরকার সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে বড় আকারের বিনিয়োগে সহায়তা করবে। এ জন্য রাষ্ট্রায়ত্ত কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে চিপ খাতে প্রায় ১৭ ট্রিলিয়ন ওয়ানের আর্থিক সহায়তা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া এক ট্রিলিয়ন ওয়ানের একটি সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম ফান্ডও তৈরি করা হবে। এই ফান্ডের মাধ্যমে চিপ শিল্পের সঙ্গে যুক্ত ফ্যাবলেস কোম্পানি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এসএমই) সহায়তা করা হবে। এসব কোম্পানি নিজেরা চিপ ডিজাইন করে থাকে, কিন্তু উৎপাদনের জন্য আউটসোর্সিংয়ের উপর নির্ভরশীল।
প্রেসিডেন্টের কার্যালয় আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ইউন তার শিল্প মন্ত্রণালয়কে ননমেমরি চিপ খাতে দেশে প্রতিযোগিতা জোরদার করার জন্য উদ্ভাবনী ব্যবস্থা নিয়ে আসার তাগিদ দিয়েছেন।
নতুন সহায়তা প্যাকেজটি চলতি মাসের শুরুর দিকে দেশের অর্থমন্ত্রী চোই সাং-মোকের ঘোষিত একটি পরিকল্পনার চেয়েও আকারে বড়। এ মাসের শুরুতে অর্থমন্ত্রী বলেছিলেন, সরকার চিপ খাতে বিনিয়োগ এবং গবেষণা সহায়তার লক্ষ্যে ১০ ট্রিলিয়ন ওয়ানেরও বেশি মূল্যের সহায়তা প্যাকেজের পরিকল্পনা করছে।
গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার মোট রফতানির ১৮ শতাংশই এসেছে চিপ শিল্প থেকে। তবুও দক্ষিণ কোরিয়ার চিপ খাতের কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে মনে করে দেশটির সরকার।
মার্কিন জায়ান্ট এনভিডিয়ার মতো কোম্পানিগুলোসহ ফ্যাবলেস সেক্টরে দক্ষিণ কোরিয়ার বাজার শেয়ার প্রায় এক শতাংশ। তাইওয়ানের টিএসএমসির মতো শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারকদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চিপ প্রস্ততকারকদের বড় ধরনের ব্যবধান রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ইউন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ফ্যাবলেস মার্কেট শেয়ার এখনও ১ শতাংশের মধ্যেই রয়েছে। টিএসএমসির মতো নেতৃস্থানীয় সংস্থাগুলোর সঙ্গে ব্যবধান কমাতে অক্ষম আমাদের শিল্প।
উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়ার সরকার চিপ, ডিসপ্লে এবং ব্যাটারিসহ ছয়টি প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করতে চায়। এগুলো এমন ক্ষেত্রে যেখানে দেশের প্রযুক্তি জায়ান্টরা ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ইউন চিপ যুদ্ধে জয়ী হওয়ার জন্য সকল সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছিলেন, কর্মসংস্থান বাড়াতে এবং আরও প্রতিভা আকর্ষণ করতে দেশীয় সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের উপর ট্যাক্স ক্রেডিটের আওতা বাড়ানো হবে।
বিশ্বের শীর্ষস্থানীয় মেমরি চিপ নির্মাতা স্যামসাং ইলেক্ট্রনিকস এবং এসকে হাইনিক্সের আবাসস্থল দেশটির রাজধানী সিউলের দক্ষিণে ইয়ংগিন নামক শহর। সেখানে একটি মেগা চিপ হাব তৈরি করা হয়েছে। এই চিপ হাব এখন চিপ সরঞ্জাম এবং ফ্যাবলেস ম্যানুফেকচারিং আকর্ষণ করার জন্য বিশ্বের বৃহত্তম হাই-টেক চিপমেকিং কমপ্লেক্স।
সারাবাংলা/আইই