মেক্সিকোতে নির্বাচনি প্রচার মঞ্চ ভেঙে নিহত ৯
২৩ মে ২০২৪ ১৪:৪০ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৮:০০
মেক্সিকোতে নির্বাচনি প্রচার মঞ্চ ভেঙে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ মে) রাতে উত্তর মেক্সিকান রাজ্য নুয়েভো লিওনে সিটিজেনস মুভমেন্ট পার্টির সমাবেশে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। ওই রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। গার্সিয়া বলেন, তিনি স্থানীয় একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনজনের অস্ত্রোপচার চলছিল। আহতদের মধ্যে অনেককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হোর্হে আলভারেজ মেনেজের সমাবেশে এ ঘটনা ঘটে। রয়টার্সকে তিনি বলেছেন, মন্টেরির শিল্প কেন্দ্রের কাছে ছিটমহল সান পেড্রো গারজা গার্সিয়া শহরের একটি সমাবেশে দমকা হাওয়ায় মঞ্চটি ভেঙে পড়ে।
দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, কাঠামোটি হঠাৎ ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছে। ধসে যাওয়ায় মঞ্চ থেকে রাজনীতিবিদরা জনতার কাতারে পড়ে যাচ্ছেন, এবং আতঙ্কিত জনতা দিগ্বিদিক দৌড়াচ্ছেন।
আলভারেজ মেনেজ স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রচারাভিযান কার্যক্রম স্থগিত করছেন। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করবে বলে আশা করেন তিনি।
সারাবাংলা/আইই