প্রার্থী নিহতের ঘটনায় রায়পুরায় নির্বাচন স্থগিত
২৩ মে ২০২৪ ১৩:০৬ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৫:৪২
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন জানান, তালা প্রতিকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্ব সাধারণের জ্ঞাতার্থে শিগ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আরও পড়ুন: রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত
এর আগে, বুধবার (২২ মে) বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলি এলাকায় এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকরা। এ সময় আবিদ হাসান রুবেল নামের অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা সুমনের ওপর হামলা চালায়। এতে সুমনসহ দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে বিকেলে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
সারাবাংলা/ইআ
উপজেলা পরিষদ নির্বাচন টপ নিউজ নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত প্রার্থী নিহত ভাইস চেয়ারম্যান রায়পুরা