Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের প্রয়াত প্রেসিডেন্টের শোক বইয়ে ফখরুলের সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১২:৪০ | আপডেট: ২৩ মে ২০২৪ ১২:৫৬

ঢাকা: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী জন্য খোলা শোক বইয়ে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় গুলশানের ইরানি দূতাবাসে গিয়ে সেখানে রাখা শোক বইয়ে সই করেন তিনি।

পরে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইসলামিক রিপাবলিক ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং ঊঁচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, দলের চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের যে অফিস, কার্যালয়— সেখানে এসে আমারা আমাদের শোক প্রকাশ করেছি।’

তিনি বলেন, ‘যেই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদ খুব বেশি প্রয়োজন। সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার দুর্ঘটনায় হঠাৎ চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য এবং সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।’

‘আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানি প্রেসিডেন্টের পরিবার, আত্মীয়-স্বজন, পররাষ্ট্র মন্ত্রীর পরিবার আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারেন এবং ইরানের জনগণ যেন এই শোকের সময় তাদের যে স্থির সিদ্ধান্তগুলো, তাদের যে অবদান এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যে ভূমিকা, তা যেন অক্ষুন্ন রাখতে পারেন, আমরা সেই দোয়া করছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর