Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় মসজিদে হামলা, শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪ ১১:২৬ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৪:২৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি মসজিদে ইসরাইলি হামলায় ১০ শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২২ মে) রাতভর গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একপর্যায়ে তারা উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায়। এতে ১০ শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত হন। আহত ও নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। মসজিদটিতে কুরআন শিক্ষা কার্যক্রমও পরিচালিত হত।

দারাজের পার্শ্ববর্তী এলাকা আল সাবাহতেও হামলা চালিয়েছে ইসরাইল। এতে বেশ কিছু ভবন ও মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে ফিলিস্তিনি জাতিসংঘ বিষয়ক শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, রাফা খালি করতে নির্দেশ দিয়েছে ইসরাইল সেনাবাহিনী। এরপর থেকেই অনেক ফিলিস্তিনি রাফাহ থেকে খান ইউনিসে গিয়ে ভয়াবহ সংকটের মধ্যে দিন পার করছে।

সারাবাংলা/ইআ

অবরুদ্ধ গাজা ইসরাইলি হামলা টপ নিউজ মসজিদে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর