Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির অপবাদে মা-ছেলেকে নির্যাতন, ৭ ঘণ্টা পর মায়ের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ০৯:৫৮ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৪:২৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে দিয়ে ছেলে ও মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে তিন লাখ টাকা চুরির অপবাদ দিয়ে মারধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ ও তার লোকেরা। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে রাজন জানায় চুরি করা টাকা তার মায়ের কাছে রেখেছে। এ কথা শোনার পর আমজাদের সহযোগিরা দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক মারধর করে। এরপর সন্ধ্যায় মা ও ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়।

থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মাকে নিয়ে যায় আমজাদের লোকেরা। পরদিন সকালে বাড়ির পাশের লিচু বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে।

এদিকে নিহত দায়নের মরদেহ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/ইআ

চুরির অপবাদ টপ নিউজ ঠাকুরগাঁও মা-ছেলেকে নির্যাতন মায়ের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর