Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীর ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১৮:০০

মো. ইকবাল হোসেন হাওলাদার, ওয়ানী মার্জিয়া নিতু ও মো. মোশারেফ হোসেন খান(ছবি বাঁদিক থেকে)

পটুয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পটুয়াখালীর তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ওয়ানী মার্জিয়া নিতু, মো. মোশারেফ হোসেন খান ও মো. ইকবাল হোসেন হাওলাদার বিজয়ী হয়েছেন।

বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন পটুয়াখালীর প্রথম নারী উপজেলার চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রভাবশালী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহিন শাহকে ১৫ হাজার ৫১৫ ভোটের বড় ব্যবধানে হারিয়েছেন।

বিজ্ঞাপন

আনারস প্রতীক নিয়ে নিতু পেয়েছেন ৪৫ হাজার ৩৮৮ ভোট। আর ঘোড়া প্রতীক নিয়ে সাহিন শাহ পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট।

বাউফল উপজেলা নির্বাচনে মো. মোশারেফ হোসেন খান (আনারস প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ৪২ হাজার ২২৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলদার পেয়েছেন ৩০ হাজার ১০১। অর্থাৎ ১২ হাজার ১২৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

দশমিনা উপজেলা নির্বাচনে মো. ইকবাল হোসেন হাওলাদার ১২ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বশির উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভোট পেয়েছেন ১০ হাজার ৪৮৮। অর্থাৎ এক হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার (২১ মে)। ভোটের হার ৩০ শতাংশের বেশি হতে পারে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন।

সারাবাংলা/এনইউ

চেয়ারম্যান তিন উপজেলা পটুয়াখালী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর