জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি বিএনপির
২২ মে ২০২৪ ১৫:২৬
ঢাকা: দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি শুরু হবে ২৮ মে, শেষ হবে ১১ জুন।
বুধবার (২২ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা।
কর্মসূচির মধ্যে রয়েছে— পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ, ২৯ মে বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৩১ মে বাদ জুম’আ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়া, সব বিভাগীয় শহরে একটি বিশেষ বিষয়ের ওপর আলোচনা সভা অথবা সেমিনার।
এছাড়া, ৩০ মে বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতা-কর্মীকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিধে পুস্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত এবং জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল।
এদিন সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড় ও রান্না করা খাবার বিতরণ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শন করা হবে।
সারাদেশে
অনুরূপভাবে বিএনপির সারাদেশে জেলা ও মহানগরের সব ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।
সারাবাংলা/এজেড/এমও