ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতারের অভিযোগ
২২ মে ২০২৪ ১৩:১২ | আপডেট: ২২ মে ২০২৪ ১৫:২৬
ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে না পেয়ে তার বাবা মো. আক্কাস শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ মে) সকালে মোবাইল ফোনে গণমাধ্যমের কাছে এ অভিযোগ জানিয়েছেন খোদ রবিউল ইসলাম নয়ন।
তিনি জানান, বুধবার সকাল ১০টার সময় মাগুরার মোহাম্মদপুর থানার নাহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে তাকে খুঁজতে তার বাড়িতে যায় পুলিশ। পরে তাকে না পেয়ে তার বাবা মো. আক্কাস শেখকে নিয়ে যায় তারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার বাসভবনে হামলা চালায়।
রবিউল ইসলাম নয়ন আরও জানান, এর আগেও বেশ কয়েকবার পুলিশ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার বাড়ি-ঘর ভাঙচুর করে। মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার হয়নি।
উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ২১৯টি মামলা রয়েছে। এসব মামলার কারণে দীর্ঘদিন গ্রামের বাড়িতে যান না তিনি। গ্রেফতার এড়াতে এই মুহূর্তে আত্মগোপনে আছেন রবিউল ইসলাম নয়ন।
সারাবাংলা/এজেড/এমও