Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের শান্তি শোভাযাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১২:২৭ | আপডেট: ২২ মে ২০২৪ ১৫:২৮

ঢাকা: বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম।

বুধবার (২২ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে এ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের পল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানরগ দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দফতরের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/ইআ

জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম বুদ্ধ পূর্ণিমা শান্তি শোভাযাত্রা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর