Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত শ্রাবণ ও ঝলককে দেখতে হাসপাতালে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১১:৫৯

ঢাকা: পিটুনিতে আহত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ-সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) সকালে তাদের দেখতে গিয়ে কুশলাদী জিজ্ঞেস করেন এবং চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার খোঁজ-খবর নেন রিজভী।

ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী পুরুষসহ দেশের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত।’

তিনি বলেন, ‘হামলা করে, নিপীড়ন-নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। আমি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির দক্ষিণ গেটের পাশের ফুটপাতে বসে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

এ হামলার জন্য ক্ষমাতসীনদল আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ এবং আওয়ামী ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর