Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধ পূর্ণিমায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ০৮:৫০ | আপডেট: ২২ মে ২০২৪ ১২:১৪

দিনাজপুর: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।

বুধবার (২২ মে) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি টপ নিউজ বুদ্ধ পূর্ণিমা হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর