Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিটুনিতে আহত শ্রাবণ— অভিযোগের তীর ছাত্রলীগের দিকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ২৩:৫৬

ঢাকা: পিটুনিতে গুরুত্বর আহত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির দক্ষিণ গেটসংলগ্ন ফুটপাতে বসে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

হামলার সময় যুবকদের হাতে ছিল হাতুড়ি, প্লাস এবং আশপাশ থেকে সংগ্রহ করা বাঁশের লাঠি। এগুলো দিয়ে রওনকুল ইসলাম শ্রাবণকে বেদম প্রহার করে তারা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির কয়েকজন কর্মীকেও পিটুনি দেওয়া হয়।

ওই সময় সেখানে পুলিশের একটি গাড়ি এসে থামে। রওনকুল ইসলাম শ্রাবণ প্রাণপন চেষ্টা করছিলেন পুলিশের গাড়িতে উঠে পড়তে। কিন্তু হামলাকারীরা কিছুতেই তাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না। পরে পুলিশই হামলাকারীদের কাছ থেকে শ্রাবণকে উদ্ধার করে গাড়িতে তোলে। এ সময় শ্রাবণের সঙ্গে থাকা একজন বিএনপি কর্মীকেও গাড়িতে তোলা হয়।

প্রতক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশের গাড়িতে দু’জন পুলিশ এবং দু’জন আনসার সদস্য ছিলেন। তারা রওনকুল ইসলাম শ্রাবণ এবং তার সঙ্গে থাকা বিএনপির একজন কর্মীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে চলে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রওনকুল ইসলাম শ্রাবণকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে । নারী পুরুষসহ দেশের তরুণ সমাজ আজ তাদের দ্বারা আক্রান্ত। তারা গণতন্ত্রকামী সৈনিকের রক্ত ঝরিয়ে উল্লাস করছে। কিন্ত হামলা করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। সবকিছুরই একদিন বিচার হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদল টপ নিউজ সাবেক সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর