Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জে ফের নুর মোহাম্মদ, মিঠাপুকুরে কামরুজ্জামান বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ২৩:৪৭

রংপুর: পীরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফের নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। আর মিঠাপুকুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান।

মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারি ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পীরগঞ্জে নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৪৫ হাজার ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর প্রায় সাড়ে ৯ হাজার ভোটে পরাজিত হয়েছেন।

এদিকে, মিঠাপুকুর উপজেলায় ৭০ হাজার ৮৮২ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান (হেলিকপ্টার) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল) পেয়েছেন ৪৬ হাজার ৭৫৮ ভোট।

সারাবাংলা/পিটিএম

পীরগঞ্জ মিঠাপুকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর