Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইসিকে বিদায় জানাতে তাবরিজ-কোমে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪ ২১:৪৩ | আপডেট: ২১ মে ২০২৪ ২২:২০

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও অন্যান্য সহযাত্রীদের শেষ বিদায় জানিয়েছে লাখো মানুষ। ইরানের তাবরিজ ও কোম শহরে তাদের শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন ওই শহরসহ আশপাশের বিভিন্ন শহরের বাসিন্দা।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা এবং দেশটির গণমাধ্যম তেহরান টাইম ও মেহের জানিয়েছে, মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) তাবরিজ শহরে রাইসি ও তার প্রয়াত সহযাত্রীদের স্মরণে শুরু হয় শোক মিছিল। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এই শহরেই রাইসি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।

বিজ্ঞাপন

রাইসির শোক মিছিলে যোগ দিতে তাবরিজের একটি কেন্দ্রীয় চত্বর থেকে পায়ে হেঁটে রওনা হন হাজার হাজার মানুষ। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। এই শোক মিছিলের কেন্দ্রবিন্দুতেই ছিল রাইসির মরদেহ বহনকারী ট্রাক, যেটি পুরোটা মোড়ানো ছিল ফুল আর ইরানের জাতীয় পতাকা দিয়ে।

তাবরিজে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘রাইসি ও আব্দোল্লাহিয়ান সাহসিকতাপূর্ণ সেবা ও কূটনীতির একটি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। গাজার পক্ষে রাইসির মতো সেই আন্তরিক ভাষণ কে ভুলতে পারে?’

তাবরিজ শহরে শেষ শ্রদ্ধা নিবেদনের পর রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় পবিত্র হিসেবে খ্যাত কোম শহরে। ইরানের ধর্মীয় তাত্ত্বিক ও আলেমদের বাসস্থান ও প্রশিক্ষণের জন্য এই শহরটি সুপরিচিত। সেখানে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) রাইসির মরদেহ নিয়ে আরেকটি শোক মিছিল শুরু হয়। পরে ফাতিমা মাসুমেহ মাজারে অনুষ্ঠিত হয় জানাজা।

বিজ্ঞাপন

কোম থেকে রাইসি ও তার প্রয়াত সঙ্গীদের মরদেহ নেওয়া হবে ইরানের রাজধানী তেহরানে। সেখানে বুধবার জানাজা, শোক মিছিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে। এর মধ্যে তেহরানে রাইসিসহ অন্যদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ দিন (বুধবার) ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মনসুরি জানান, তেহরান থেকে রাইসির মরদেহ আগামী বৃহস্পতিবার সকালে নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই রাইসিকে তার নিজের শহর মাশহাদে দাফন করা হবে।

রোববার ইরান-আজারবাইজান সীমান্তে দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দোল্লাহিয়ান এবং চালক-ক্রুসহ নয় আরোহীর সবাই প্রাণ হারান।

প্রতিকূল আবহাওয়ার কারণে রোববার রাতে বিধ্বস্ত হেলিকপ্টার বা প্রেসিডেন্ট রাইসির সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে হেলিকপ্টারের অবস্থান শনাক্তের পর সেখানে গিয়ে প্রেসিডেন্ট রাইসিসহ নয় জনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন। জানিয়েছেন, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে মোখবারের ওপর।

সারাবাংলা/টিআর/পিটিএম

ইরান কোম তাবরিজ বিদায় রাইসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর