৭ দেশের ক্রিকেটার নিয়ে যুক্তরাষ্ট্রের একাদশ!
২১ মে ২০২৪ ২২:২৬ | আপডেট: ২২ মে ২০২৪ ০২:৫৯
ক্রিকেটের সাথে বহু আগে থেকে পরিচিত হলেও যুক্তরাষ্ট্র এখনো সেভাবে ক্রিকেট বিশ্বে আলো ছড়াতে পারেনি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সহযোগী দেশের সাথে সিরিজ জিতে আলোচনায় এসেছেন তারা। আসন্ন টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজন দেশও তারা। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র একাদশে আছে অদ্ভুত এক ব্যাপার। এই একাদশের ৭ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্রের নন! শুধু তাই নয়, একাদশের বাকি ক্রিকেটার এমননি ১৫ জনের স্কোয়াডের কেউই আদতে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রিকেটার নন!
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বারবাডোজ, কানাডা; কোন দেশের ক্রিকেটার নেই এই দলে! কেউ জন্মসুত্রে, কেউ বংশভূত, কেউবা প্রবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকতে এসে হয়ে গেছেন ক্রিকেটার। ১৫ জনের স্কোয়াডে সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন ভারতীয়রা। মোট আটজন ভারতীয় বংশভূত ক্রিকেটার আছেন এই স্কোয়াডে, যাদের পাঁচজনের জন্ম ভারতে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার আছেন দুইজন। বারবাডোজ, জ্যামাইকা ও কানাডার আছেন একজন করে।
যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল ভারতের গুজরাটে জন্ম নিলেও পরিবারের সাথে চলে এসেছেন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালে তিনি যুবাদের বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্বও করেছিলেন আরেক ক্রিকেটার হারমিত সিং! আইপিএলে রাজস্থানের হয়ে খেলা হারপ্রিত এখন পুরোপুরি আমেরিকান ক্রিকেটার বনে গেছেন।
জেসি সিং ভারতীয় বংশভূত হলেও তিন বছর বয়স থেকে আছেন যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে এই দলের হয়েই অভিষেক হয়েছিল তার। মিলিনদ কুমার আইপিএলে খেলেছেন অনেক বছর। যুক্তরাষ্ট্রের হয়ে তার অভিষেক ২০২১ সালে। বাঁহাতি স্পিনার নিসর্গ প্যাটেলও ভারতীয়, ৩৬ বছর বয়সে তিনি দলের বয়স্ক ক্রিকেটার। নশ প্রদীপ আটালান্টায় জন্ম নিলেও খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে। পরে সেখানে গতি করতে না পেরে এসেছেন যুক্তরাষ্ট্রে।
লোকেশ রাহুলের সাথে ২০১০ যুবা বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন সৌরভ নেত্রাভালকার। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন নিয়মিতই। নিতিশ কুমার জন্মসুত্রে ভারতীয় না হলেও তার পূর্বপুরুষ ভারতীয়, তার জন্ম কানাডায়। তিনি কানাডা জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন।
কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের চেনা মুখ, কিউইদের হয়ে খেলেছেন বহু বছর। এখন তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বাস করছেন। অ্যারন জোনস এসেছেন বারবাডোজ থেকে। আলি খান ও শায়ান জাহাঙ্গির পাকিস্তানের। আন্দ্রিয়াস গউস ও ফোন শালকউইক দক্ষিণ আফ্রিকান। কাগজে কলমে এই স্কোয়াডে একজনই যুক্তরাষ্ট্রের। তিনি স্টিভ টেলর। তবে তিনিও আদতে জ্যামাইকান বংশভূত।
সারাবাংলা/এফএম