টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন লিটন
২১ মে ২০২৪ ২০:৩৮ | আপডেট: ২১ মে ২০২৪ ২০:৫১
টি-২০ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ যেন কার্যত বিশ্বকাপেরই প্রস্তুতি। টেক্সাসের হিউসটন প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল বাংলাদেশ। হিউসটনে খারাপ আবহাওয়ায় অনিশ্চিত ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে গত কয়েকদিনে আবহাওয়া ভালো হওয়ায় ম্যাচের আগে অনুশীলন করতে পেরেছেন শান্তরা। প্রথম ম্যাচের একাদশে ফিরেছেন ফর্মে না থাকা লিটন দাস। ওপেনিংয়ে তার সঙ্গী সৌম্য সরকার। দলে আছেন দুই পেসার শরিফুল ও মোস্তাফিজ। স্পিন আক্রমণে আছেন রিশাদ ও মাহেদি। একাদশে আছেন সাকিবও।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাদশে আছেন নিয়মিত মুখের সবাই। এই একাদশের সাত ক্রিকেটারই বিভিন্ন দেশের বংশভূত ক্রিকেটার।
বাংলাদেশ একাদশ– লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ– মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, অ্যান্দ্রিস গউস, আলি খান, কোরি অ্যান্ডারসন, স্টিভেন টেলর, হারমিত সিং, জাসদিপ সিং, নিতিশ কুমার, নসতুস কেনজি, সৌরভ নেত্রভালকার।
সারাবাংলা/এফএম