Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড রিচার্জ সেবা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৭:০০ | আপডেট: ২১ মে ২০২৪ ১৭:০৪

ঢাকা: সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী দুইদিন বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার (২৪ মে) পর্যন্ত ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রিপেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। আপনার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো যাচ্ছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।

সারাবাংলা/জেআর/ইআ

ডেসকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর