ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিজাইডিং অফিসারের উপর হামলা
২১ মে ২০২৪ ১৫:৫০ | আপডেট: ২১ মে ২০২৪ ২০:১৪
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় প্রিজাইডিং অফিসারের উপর হামলার ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে কেন্দ্রটিতে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এসময় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা।
জানা যায়, আনোয়ার হোসেন নামের এক যুবক আকতার হোসেন নামে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে কেন্দ্রে জাল ভোটের গুজব ছড়ান। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কয়েকজন সমর্থক কেন্দ্রে এসে ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে প্রিজাইডিং অফিসার রুমের দরজা আটকে আশ্রয় নিলে বিশৃঙ্খলাকারীরা দরজা ভাঙচুর করে হামলার চেষ্টা করে। এতে প্রিজাইডিং অফিসার আহত হন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোট শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/এমও