Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ সপ্তাহ বন্ধ থাকার পর খুললো হাইতির বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪ ১০:০৬ | আপডেট: ২১ মে ২০২৪ ১২:৪৮

১১ সপ্তাহ বন্ধ থাকার পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ফ্লোরিডাগামী একটি ফ্লাইট টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দর বন্ধ শেষে পুনরায় খোলার পর এই বিমানই প্রথম চলাচল শুরু করলো।

দেশটিতে সংঘবদ্ধ সহিংসতা তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত সানরাইজ এয়ারওয়েজ পোর্ট-অ-প্রিন্স ও ফ্লোরিডার মিয়ামির মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে।

সানরাইজ জানিয়েছে, বর্তমানে সোমবার, বুধবার ও শনিবার তাদের বিমান চলাচল করবে।

সংঘবদ্ধ চক্রের সমন্বিত আক্রমণের প্রেক্ষিতে টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দরটি মার্চের প্রথম দিকেই বন্ধ করে দেয়া হয়। চক্রটি প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের দাবিতে নানা ধরনের সংঘাতমূলক কাজ শুরু করে। একপর্যায়ে হেনরি পদত্যাগ করে কেনিয়া চলে যান। কিন্তু বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারণে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন।

তার পদত্যাগের পর থেকে একটি অস্থায়ী পরিষদ হাইতির শাসন কাজ চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বিমানবন্দর হাইতি হাইতির বিমানবন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর