Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে জানতেন না প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ২২:২৬

ঢাকা: রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে সড়ক বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না। তার সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ সব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অটোরিকশা নিয়ে একটি ঘটনা ঘটে গেছে, বিভিন্ন পত্রিকায় এসেছে। অটোরিকশা চালকরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এসেছে। তিনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, অটোরিকশা চালকদের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের জীবিকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, একটি বিধিমালার মাধ্যমে এটিকে রেগুলেট করতে হবে। সেই রেগুলেশনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দিতে হবে। ওই এলাকার বাইরে তারা চালাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কে কিংবা বিজি হাব কিংবা সড়কে তারা অটোরিকশা চালাতে পারবেন না, যেতে পারবেন না। কোন কোন সড়কে চলতে পারবে, কী গতিতে তারা যেতে পারবে, সেটি প্রধানমন্ত্রী বলে দিয়েছেন।’

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘কোনো অবস্থাতেই মহাসড়ক কিংবা বড় সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা যেতে পারবেন না- সেই বিষয়গুলো নিশ্চিত করে সংশ্লিষ্ট আইন-বিধিমালা যথাযথভাবে সংশোধন কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সড়ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘বিষয়টি তার নজরে আনা হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন যে, তোমরা আমাকে জানাওনি। তাদের জীবিকার কী ব্যবস্থা করা হয়েছে, সেই প্রশ্ন তিনি রেখেছেন। জীবিকার ব্যবস্থা না করে তাদের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক মনে করেননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে আলোচনা করা হয়নি, আমি জানি না। আমার সঙ্গে তোমাদের কথা বলা উচিত ছিল।‘

অটোরিকশা চালকদের জীবিকার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে কি না?- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তার নির্দেশনা সড়ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছেন।’

এর আগে, সোমবার (২০ মে) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা ও বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তবে দেশের ২২টি মহাসড়কে এসব রিকশা বন্ধ থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১৫ মে ওবায়দুল কাদের ২২টি মহাসড়ক ও ঢাকা সিটিতে সবধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না এবং সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে পুলিশ ব্যাপকহারে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অবস্থান নেয় এবং ধরপাকড় শুরু করে।

এর প্রতিবাদে গত ১৯ মে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন রিকশা চালকরা। এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে লাঠিসোঠা নিয়ে অবস্থান নেয়। এতে বন্ধ হযে যান চলাচল। এক পর্যায়ে মেট্টোরেল চলাচলও বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের বুঝাতে গেলে চড়াও হয় তারা। পুলিশ সড়কের এক পাশ দিয়ে বাস চলাচল করতে দিলে বিক্ষুব্ধ হয়ে কয়েকটি বাস ভাঙচুর করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজন দর্জি গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর পর শ্রমিকরা কালশীতে একটি ট্রাফিক পুলিশ বক্স আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনার পর ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে? জানতে চাইলে সোমবার (২০ মে) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘ঢাকার কোথায় কোন কোন সড়কে কীভাবে ব্যাটারিচালিত রিকশা চলবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব- কোথায় চলবে আর কোথায় চলবে না।’

তাহলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কী হবে?- জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করতে হবে।’

সারাবাংলা/ইউজে/জেআর/পিটিএম

জানতেন না নীতিমালা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা মন্ত্রিপরিষদ সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর