Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি-৮ দেশগুলোর আপত্তি নিষ্পত্তি বিষয়ে চুক্তি সই করবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ২০:১২ | আপডেট: ২০ মে ২০২৪ ২০:১৩

ঢাকা: ওআইসির ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আপত্তি নিষ্পত্তির জন্য এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ। এ লক্ষ্যে ‘প্রোটোকল টু দ্যা ডি-এইট পিটিএ অন ডিসপ্যুট সেটেলমেন্ট মেকানিজম’ এ বাংলাদেশের স্বাক্ষর করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডেভেলপিং এইট বা ডি-এইট নামে ওআইসির মধ্যে ছোট একটা গ্রুপ আছে। সেখানে ৮ দেশ আছে। সেগুলো হল: মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ। তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল ২০০৬ সালে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, চুক্তির আওতায় তারা পণ্য সংক্রান্ত বিষয়ে অঙ্গীকার করেছিল। তবে সেই দেশগুলোর মধ্যে মাঝেমাঝে ডিসপ্যুট (আপত্তি) তৈরি হয়। সেই ডিসপ্যুটটা কীভাবে সমাধান করবে সেটি ওই চুক্তিতে ছিল না। ডিসপ্যুট যদি হয় সেটি কিভাবে নিষ্পত্তি হবে সে জন্য প্রটোকলটির খসড়া তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই প্রটোকলের আওতায় যেটি মূলত করা হয়েছে এখন থেকে উভয়পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রথম ডিসপ্যুট নিরসন করবে। যদি আলোচনার মাধ্যমে না হয় তখন ডি-এইটের তত্ত্বাবধানে একটা প্যানেল হবে। প্যানেলে যে রায় হবে সে রায়টি মেনে নিতে হবে।’

এ চুক্তিতে স্বাক্ষর দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সারাবাংলা/জেআর/একে

ডি-৮ নিষ্পত্তি বাংলাদেশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর