Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২০ মে ২০২৪ ১৭:৩২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঢাকা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সিনিয়র কর্মকর্তাদের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ী তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। ভ্রাতৃপ্রতিম দেশটির এই দুঃখের দিনে আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমি ইরানের রাষ্ট্রপতিসহ সিনিয়র কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।’

সারাবাংলা/এজেড/এনইউ

ইরান টপ নিউজ প্রেসিডেন্ট মির্জা ফখরুল মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর