Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজীবন লিভারপুলের সমর্থক হয়ে থাকবেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪ ১৫:১৯ | আপডেট: ২০ মে ২০২৪ ১৭:৪২

৯ বছর পর লিভারপুলকে বিদায় বললেন ক্লপ

মৌসুমের মাঝপথেই জানিয়েছিলেন, এটাই লিভারপুলের হয়ে তার শেষ মৌসুম। দীর্ঘ ৯ বছরের দারুণ এক যাত্রার ইতি টেনে অ্যানফিল্ডকে শেষ পর্যন্ত বিদায় দিয়েই ফেললেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। অ্যানফিল্ডে গত রাতে লিগের শেষ ম্যাচে উলভসকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়েই শেষটা রাঙালেন ক্লপ। বিদায়বেলায় আবেগে আপ্লুত ক্লপ জানিয়েছেন, আজীবনের লিভারপুলের সমর্থক হয়ে থাকবেন তিনি।

ক্লপের বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে পুরো অ্যানফিল্ড যেন সেজেছিল অন্য রূপে। ৯ বছরে লিভারপুলের হয়ে সবকিছু জেতা ক্লপকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত ছিল পুরো স্টেডিয়াম। ম্যাচ শেষে সমর্থক ও ফুটবলারদের উদ্দেশ্যে আবেগি এক বক্তৃতা দিয়েছেন ক্লপ। সমর্থকদের সাথে ক্লাবের থিম সং গেয়েই মাত ছেড়েছেন ক্লপ। সেখানে ক্লাবের হয়ে কাটানো ৯ বছরের বিভিন্ন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ক্লপ বলছেন, কোচ না থাকলেও আজীবন লিভারপুলের সমর্থক থাকবেন তিনি, ‘লিভারপুলে কাটানো এতগুলো বছর অসম্ভব ভালো কেটেছে। আমাদের সবকিছু আছে। গত কয়েক সপ্তাহে আমি অবিশ্বাস্যরকম ভালোবাসা পেয়েছি। আমি সবসময় এই ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকব। হয়তো কোচের পদে থাকছি না। কিন্তু আমি এখন থেকে আপনাদের অংশ। সবাইকে বিশ্বাস রাখতে হবে। আমিও বিশ্বাসটা রাখব। এই বিশ্বাসটাই আমাদের অনেকদূর এগিয়ে নেবে।’

ক্লপের পর লিভারপুলের নতুন কোচ হিসেবে যেই আসুক তাকে আপন করে নেওয়ার আহ্বান ক্লপের, ‘আমাকে যেভাবে বরণ করে নিয়েছিলেন সবাই, নতুন কোচকেও সেভাবে আপন করে নেবেন। আমি সবসময় আপনাদের সাথেই আছি। এটা পৃথিবীর সেরা ক্লাব। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

বিজ্ঞাপন

কোচিং থেকে আপাতত দূরেই থাকবেন ক্লপ, ‘সামনে কি হবে সেটা নিয়ে ভাবিনি। হয়তো পরিবারকে পুরোটা সময় দেব। তবে সহসাই কোচিংয়ে ফিরছি না। আর কখনো কোচিং করাবো কিনা সেটাও নিশ্চিত না! হয়তো বছরখানেক পরে কিছু একটা হতে পারে। আপাতত এসব নিয়ে পরিকল্পনা নেই। কোচ হতে গেলে যে প্রেরণাটা দরকার সেটা পূর্ণভাবে এলেই কেবল এই পেশাই ফিরব।’

সারাবাংলা/এফএম

ইয়ুর্গেন ক্লপ টপ নিউজ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর