Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদ থেকে পড়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১১:২৫

ঢাকা: রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ির শহিদ ফারুক সড়কে একটি বাসার ৪ তলার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ওই কিশোরীর মা জায়েদা আক্তার জানান, তার দুই মেয়ের মধ্যে বড় ছিল খাদিজা। তবে সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রতিদিন সকালে চারতলা বাড়ির ছাদে হাঁটতে যেত খাদিজা। আজ সকালে সবাই যখন ঘুমে তখন একা একাই খাদিজা ছাদে যায়। এর কিছুক্ষণ পর তার ছোট বোন আমেনা আক্তার কণাও ছাদে যায়। তবে সেখানে গিয়ে বড় বোনকে দেখতে পায় না। পরে খাদিজাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাথে সাথে তারা সেখান থেকে খাদিজাকে হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়। ভবনের ছাদে চার পাশে রেলিং রয়েছে। তারপরও কীভাবে খাদিজা নিচে পড়লো জানা নেই তাদের।

খাদিজার বাবা কাওসার আহমেদ ব্যবসায়ী এবং মা জায়েদা আক্তার গৃহিণী। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। দক্ষিণ যাত্রাবাড়ির শহিদ ফারুক সড়কের ওই বাড়িটির চতুর্থ তলায় সপরিবারে ভাড়া থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

কিশোরীর মৃত্যু টপ নিউজ মানসিক প্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর