Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের কল্যাণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১৮:৪৯

রংপুর: সরকার দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

রোববার (১৯ মে) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে দুপুরে একদিনের সফরে এসে সমাজকল্যাণমন্ত্রী সমাজসেবা কমপ্লেক্সে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

বিজ্ঞাপন

প্রান্তিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সবকিছু অনলাইনে হওয়ায় ভাতা প্রাপ্তিতে কোনো দুর্নীতির সুযোগ নেই। তবে সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়মের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ‘দেশ ও সমাজের জন্য যা কিছু কাজ হয় সবই রাজনৈতিক। যদি রাজনীতিটা সঠিক থাকে তাহলেই এইসব সেবা পাওয়া যায়, তা না হলে নয়। আর ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায়।’

প্রতিবন্ধীদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবাকেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায়ও করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও, দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ে সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্নার খুলে সেবা নিশ্চিত করা হবে।’

দীপু মনি বলেন, ‘মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণসহ পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

দীপু মনি সামাজিক নিরাপত্তা কর্মসূচী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর