Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ এখন কিছু পেশাজীবী আর সরকারি কর্মকর্তার দল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১৯:২০

রংপুর: আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দল হিসেবে আওয়ামী লীগ রাজনৈতিক এজেন্ডা হারিয়েছে। এখন তারা কিছু পেশাজীবী আর সরকারি কর্মকর্তা নিয়ে দল।’

রোববার (১৯ মে) দুপুরে রংপুর সফরে এসে সাকির্ট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ এখন দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আগে আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবতো। মানুষ আওয়ামী লীগের ছায়াতলে বিশ্রাম নিতে পারতো। এখন আর পারে না। তারা কিছু হাস্যকর ও অপ্রয়োজনীয় কিছু করছে যার কারণে।’

ওবায়দুল কাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওবায়দুল কাদের অনেক কথাই বলছেন, আমি ওনাকে শ্রদ্ধা করি। আওয়ামী লীগ বলছে তারা অনেক শক্তিশালী হয়েছে। আসলে এই শক্তি কি দানবীয় শক্তি না শুভ শক্তি? দানবীয় শক্তি যদি হয় তা আমরা পছন্দ করি না, জনগণ পছন্দ করে না।’

সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘দেশে এখন ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। সামনে এটি আরও বিপজ্জনক হতে পারে। প্রতিদিনই কমে যাচ্ছে টাকার ভ্যালু। মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বাড়ছে।’

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে সরকারের নিষেধাজ্ঞাকে অপরাধ হিসেবে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংক জনগণের সম্পদ। এই সম্পদ সরকার ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করছে কিনা, সেই বিষয়ে জনগণকে জানতে হবে। বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে। যার কারণে আজকের এই অবস্থা।’

এসময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেনসহ অন্য নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ পেশাজীবী সরকারি কর্মকর্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর