Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলে ভ্যাটের সিদ্ধান্তে ক্ষুব্ধ কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৯ মে ২০২৪ ১৬:২৯ | আপডেট: ১৯ মে ২০২৪ ১৮:০৯

ঢাকা: মেট্রোরেলের টিকেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) মেট্রোরেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ ক্ষোভ প্রকাশ করেন। মেট্রোরেলের ব্রান্ডিং নিয়ে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই সেমিনারের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

জনবান্ধব এই পরিবহনের ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এনবিআর হঠাৎ করেই মেট্রোরেলে ১৫% ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতে কি ভ্যাট আছে? ভ্যাট নেই। তাহলে আমাদের এখানে কেন? এটা হয় না। এতে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এনবিআরের এই সিদ্ধান্ত সঠিক নয় ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’

বক্তব্যে ঢাকা শহরে জরাজীর্ণ গাড়ি চলাচল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আফ্রিকার ছোট ছোট দেশগুলোর রাজধানীতে যে গাড়ি চলাচল করে তা অনেক সুন্দর। ঢাকায় সর্বশেষ প্রযুক্তির এত সুন্দর কার, জিপ গাড়ি ব্যবহার করা হয়। আর বাসগুলোর এত জরাজীর্ণ চেহারা কেন?’

মেট্রোরেল আধুনিক গণপরিবহন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখান থেকে বের হলেই জীর্ণশীর্ণ গরিব চেহারার বাসগুলো দেখলে কেমন লাগে? এতে আমরা লজ্জা পাচ্ছি। মালিক সাহেবরা কি লজ্জা পাচ্ছেন না? এসব গাড়ি সরিয়ে নিতে দুই সিটি মেয়রের সহযোগিতা চাচ্ছি।’

বিজ্ঞাপন

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনুরি, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

সারাবাংলা/এনআর/এমও

এনবিআর টপ নিউজ ভ্যাট মেট্রোরেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর