Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১১:১৯ | আপডেট: ১৯ মে ২০২৪ ১৫:৪১

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার (১৯) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

চূড়াটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর সেখানে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন বাবর। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া জয় করেছেন তিনি।

বেসক্যাম্প টিমের বরাত দিয়ে অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান সংবাদমাধ্যমেক এ তথ্য জানান।

গত ১ এপ্রিল এভারেস্টের চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর আলী। এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেতে আরোহণ করার কথা রয়েছে তার। রোববার ক্যাম্প-৪ এ নেমে মধ্যরাতে শুরু করবেন দ্বিতীয় যাত্রা। সব অনুকূলে থাকলে পরদিন ভোরে পৌঁছতে পারেন চূড়ায়।

বাবর আলী আগে চার বাংলাদেশির পা পড়েছে মাউন্ট এভারেস্টের চূড়ায়। এরমধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহীম। এক বছর পর ২০১১ সালে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান এম এ মুহিত।

পরের বছর ২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছর সপ্তাহের ব্যবধানে সেখানে পা রাখেন আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন।

সারাবাংলা/ইআ

এভারেস্ট টপ নিউজ বাবর আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর