‘বাংলাদেশের বিপক্ষে যারা যাবে, আমরা তাদের বিপক্ষে’
১৯ মে ২০২৪ ০৮:২০ | আপডেট: ১৯ মে ২০২৪ ০৯:৪৪
ঢাকা: বিএনপি ভারত বা অন্য কোনো দেশের বিপক্ষে নয়, বরং শুধু বাংলাদেশের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
তিনি বলেন, যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা ঋণী। কিন্তু তার মানে এই নয় যে আমরা দিল্লির দাসত্ব করব। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা কারও বিপক্ষে নই, বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের বিপক্ষে যারা যাবে, আমরা তাদের বিপক্ষে।
শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এ মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগ।
আবদুস সালাম বলেন, ‘গত দুটি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করেছে তা পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না। আজ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে— তারা কি আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব চায় নাকি জনগণের বন্ধুত্ব চায়। তারা কি জনগণের শত্রু হবে, নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে?’
তিনি বলেন, ‘মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায়। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। তাই এ দেশকে কেউ পদদলিত করতে পারবে না, শৃঙ্খলিত করতে পারবে না। আজ যদি সরকার পরিবর্তন সব গণতান্ত্রিক পথ রূদ্ধ করা হয় তাহলে ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য সরকারকে বিদায় করতে জনগণ সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে।’
সরকারের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘যদি জনগণের পালস বুঝতে পারেন তাহলে স্বৈরাচারী পথ থেকে সরে আসুন। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। দেখেন জনগণ কাকে চায়।’
মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনা মানববন্ধনে অন্যদের বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, কৃষকদলের সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব এ এ কাফী, সহসভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গনি, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ কে আসাদ, দফতর সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
সারাবাংলা/এজেড/টিআর