Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপার আশা নিয়েই মাঠে নামবে আর্সেনাল: আর্টেটা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৪ ০৯:০৪ | আপডেট: ১৯ মে ২০২৪ ১৩:৩৪

শিরোপা ভাগ্য নিজেদের হাতে নেই আর্সেনালের

একটা সময় দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়ে ছিলেন তারা। তবে প্রিমিয়ার লিগের শেষভাগে এসে ট্রফি ভাগ্যটা আর নিজেদের হাতে নেই আর্সেনালের। লিগের শেষ ম্যাচ এভারটনের বিপক্ষে শুরু জিতলেই হবে না গানার্সদের, তাকিয়ে থাকতে হবে সিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচের দিকেও। তবে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগে আর্সেনাল কোচ মিচেল আর্টেটা বলছেন, শিরোপা জয়ের আশা নিয়েই মাঠে নামবে তার দল।

বিজ্ঞাপন

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাদের জয়ই যথেষ্ট শিরোপার জন্য। অন্যদিকে সমান আমচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে নিজেদের ম্যাচ তো জিততেই হবে, সাথে সিটিকেও হারতে হবে। আর সিটি ড্র করলে হিসেবে আসবে গোল ব্যবধান ও হেড টু হেড।

সহজ প্রতিপক্ষ ওয়েস্ট হ্যামের কাছে দুর্দান্ত ফর্মে থাকা সিটি শেষ ম্যাচে হেরে যাবে, এমনটা আসলে কেউই ভাবছেন না। তবে সমীকরণ কিছুটা কঠিন হলেও আশা ছাড়ছেন না আর্টেটা, ‘আমি এখনো বিশ্বাস রাখি। আমরা এমন অবস্থাতেই থাকতে চেয়েছিলাম। মৌসুমের শেষ দিনটা দারুণ কাটতে পারে। আমরা নিজেদের সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরতে পারি। সবকিছুই সম্ভব। আমাদের প্রতি মুহূর্তই উপভোগ করে খেলতে হবে।’

সিটির ম্যাচের ফলাফল যাই হোক, নিজেদের ম্যাচ জিতে কাজটা এগিয়ে রাখতে চান আর্টেটা, ‘আমরা নিজেদের ম্যাচটা জিততে চাই। তারপর আশা করব ওয়েস্ট হ্যাম ও ডেভিড ময়েস সিটিকে হারিয়ে আমাদের বড় উপকার করবে!’

আজ রাত ৯ টায় লিগের শেষ ম্যাচে একই সাথে খেলতে নামবে লিগের সব দল।

সারাবাংলা/এফএম

আর্টেটা আর্সেনাল টপ নিউজ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর